২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন ও বংপুর মানব সেবা ফান্ড এর আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘এসো করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন ও বংপুর মানব সেবা ফান্ড এর যৌথ আয়োজনে গোমস্তাপুর শাখার উদ্যোগে মর্ডাণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার রহনপুরের সহযোগিতায় ৫৭তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে সারা দিনব্যাপী বংপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই মহান উদ্যোগে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি কেন্দ্রীয় কমিটি আখতারুজ্জামান শিহাব, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি সোহেল রানা, শহিদুল ইসলাম (সভাপতি নাচোল উপজেলা শাখা), মিঠুন কুমার (সাধারণ সম্পাদক নাচোল উপজেলা শাখা), রাসেল আহমেদ (সভাপতি ভোলাহাট উপজেলা শাখা), আসাদুজ্জামান আসাদ (সভাপতি গোমস্তাপুর উপজেলা শাখা), আসাদুজ্জামান প্রাণ (সাধারণ সম্পাদক গোমস্তাপুর উপজেলা শাখা), আব্দুল মালেক (সাংগঠনিক সম্পাদক গোমস্তাপুর উপজেলা শাখা), মোহাম্মদ জাকারিয়া (বংপুর মানব সেবা ফান্ড) এবং মোহাম্মদ ওবায়দুর (বংপুর মানবসেবা ফান্ড)।

এ এই মহৎ কর্মপরিকল্পনায় ছাত্রসহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করে এবং নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। স্থানীয়দের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য বাস্তবায়িত এই ক্যাম্পেইনটি ব্যাপক সাড়া পায়।
এ সময় চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, “আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভবিষ্যতেও মানুষের জন্য সেবা করে যেতে চাই।” অংশগ্রহণকারীরা মনে করেন যে এই ধারাবাহিক কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং রক্তদানে উৎসাহ প্রদান করছে।

এ পর্যন্ত চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ৫,৩০০ ব্যাগ রক্ত সরবরাহ করেছে, ২৯টি অসহায় রোগীদের রক্তের ব্যাগ দিয়েছে, ৫৭টি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প এবং ৫টি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে, ২,০০০টি বৃক্ষরোপণ করেছে, ১,০০০ শীতবস্ত্র বিতরণ করেছে, ৭টি বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন করেছে, ২,০০০ প্লাস ইফতার প্যাকেট ১১টি স্থানে বিতরণ করেছে, ৫টি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে, ৫টি পরিচ্ছন্ন ইভেন্ট পরিচালনা করেছে এবং ৩০ জন ডোনারের যাতায়াত খরচ করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top