২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারের শমশেরনগরে আরহান রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রবাসে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ

মোঃ আব্দুল রউফ, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৪নং শমশেরনগর ইউনিয়নের বড়চেক গ্রামে প্রবাসে পাঠানোর নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার পুত্র মোঃ আব্দুল কাইয়ুম “আরহান রিক্রুটিং এজেন্সি, শমশেরনগর শাখা” নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে দীর্ঘদিন ধরে বিদেশে প্রেরণের আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন।

অভিযোগে জানা যায়, আব্দুল কাইয়ুম ও তার সহযোগী আব্দুল গনি (অপু মিয়া) কৌশলে প্রবাস জীবনের স্বপ্ন দেখিয়ে বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের মানুষদের কাছ থেকে চার থেকে পাঁচ লক্ষ টাকা করে গ্রহণ করেন।

একই গ্রামের মোঃ ওস্তার আলীর ছেলে মোহাম্মদ রুবেল আহমদ জানান, সৌদি আরবে পাঠানোর কথা বলে তার কাছ থেকে নগদ চার লক্ষ টাকা নেওয়া হয়। রুবেল আহমদ বলেন, “বিদেশ যাওয়ার আশায় আমি আমার জমি বিক্রি করেছি, ব্যাংক থেকে ঋণ নিয়েছি। কিন্তু এতদিনেও কোনো ভিসা পাইনি। এখন টাকা ফেরত চাইলে তারা উল্টো হুমকি দিচ্ছে।”

রুবেল আহমদ আরও জানান, টাকা ফেরত চাওয়ার পর প্রতারক চক্র তাকে বাড়িতে ডেকে নিয়ে শারীরিকভাবে আক্রমণ করে এবং মারধর করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঘটনার সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মিসির আলী সাহেব, বিএনপি ইউনিয়ন সভাপতি জনাব এনামুল হক শামীম, এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা উপস্থিত থেকে ভিকটিমকে উদ্ধার করেন বলে জানা যায়।

এমন প্রতারণার শিকার আরও চার থেকে পাঁচজন ভুক্তভোগী অভিযোগ করেছেন যে, তাদের কাছ থেকেও চার-পাঁচ লক্ষ টাকা করে হাতিয়ে নেওয়া হয়েছে।

এলাকাবাসী জানান, তারা প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছেন যাতে দ্রুত তদন্ত করে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়া হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top