২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপি মহাসচিব ফখরুল অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ ‘প্রতারণামূলক’

নিজস্ব প্রতিনিধি:

বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশমালাকে ‘প্রতারণামূলক’ হিসেবে অভিহিত করে অবিলম্বে সংশোধনের দাবি জানিয়েছেন।

জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক এহসান মাহমুদের লেখা ‘বিচার সংস্কার নির্বাচন: অন্তর্বর্তী আমলে বাংলাদেশ’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই বক্তব্য দেন।

ফখরুল বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে এবং প্রধান উপদেষ্টা তা অনুমোদনও করেছেন। আমরা স্পষ্টভাবে যে বিষয়গুলোতে একমত ছিলাম না, আমরা নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল। কিন্তু অবাক হওয়ার বিষয়, যখন কমিশন তা প্রকাশ করল, সেখানে সেই নোট অব ডিসেন্টগুলো রাখা হয়নি, পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এটি কেবল জনগণ নয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণার সমতুল্য।”

তিনি আরও বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের কাজের উদ্দেশ্যই বাতিল হয়ে গেছে। এই সুপারিশমালা অবিলম্বে সংশোধন করা জরুরি।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top