২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি: প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল অন্তর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গত মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল। এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন।” বৈঠকটি এনসিপি আয়োজন করেছিল।

তার বক্তব্যের পরদিন, বুধবার, নাসীরুদ্দীন পাটওয়ারী আবারও আসিফ নজরুলকে নিয়ে মন্তব্য করেন। রাজধানীর বাংলামোটর রূপায়ন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে আইন মন্ত্রণালয় ও আসিফ নজরুলের ওপর আস্থা নেই। কমিশন ড্রাফট আকারে হাজির করলে তা পরীক্ষা করে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিন বিকেলে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে একটি পোস্টে প্রশ্ন তোলেন, আসিফ নজরুল কার কাছে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব করেছিলেন। তিনি উল্লেখ করেন, ৫ আগস্ট হাসিনার পতনের পর নাহিদ ইসলামসহ অন্যরা ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রস্তাব দিয়েছিলেন। এ প্রেক্ষাপটে প্রশ্ন করা হচ্ছে, আসিফ নজরুল কি এটি জানতে পেরে নাহিদ ইসলামকে প্রস্তাব দিয়েছিলেন যে তাকে প্রধান উপদেষ্টা করা হোক?

রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয় নিয়ে বিতর্ক চলছে। তবে আসিফ নজরুল নিজে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি, এবং সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top