নিজস্ব প্রতিনিধি:
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীতে সংস্কারের দাবির পাশাপাশি পোশাক পরিবর্তনের দাবি ওঠে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সাধারণ পুলিশ সদস্যরা বর্তমান ইউনিফর্ম পরিবর্তনের আহ্বান জানালে অন্তর্বর্তী সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে চলতি বছরের শুরুতে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাকের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী নভেম্বরে পুলিশ সদস্যরা নতুন ইউনিফর্ম পেতে যাচ্ছেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের পোশাক হবে লোহার (আয়রন) রঙের, র্যাবের পোশাক জলপাই (অলিভ) রঙের, আর আনসার বাহিনীর পোশাক হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের।
সূত্র জানিয়েছে, প্রথম পর্যায়ে মেট্রোপলিটন পুলিশ সদস্যদের নতুন পোশাক সরবরাহ করা হবে, পরে ধাপে ধাপে সারা দেশের জেলা পুলিশ সদস্যদের মাঝেও বিতরণ করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নির্বাচনের আগেই সব বাহিনীকে নতুন ইউনিফর্ম পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য পোশাকের রং, কাপড় ও নকশা চূড়ান্ত করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যে নতুন ইউনিফর্ম আনুষ্ঠানিকভাবে দেখা যাবে। ওই দিন থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ দেশের সব মেট্রোপলিটন ইউনিট নতুন পোশাক পরা শুরু করবে, এবং ধীরে ধীরে দেশের সব ইউনিটে নতুন পোশাক চালু হবে।