২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, গম, সূর্য মুখী, শীতকালীন পেয়াজ, মসুর, খেসারি এবং বীজ ও সার বিতরণ “শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ এর সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাখাওয়াত হোসেন গালিব প্রমুখ।

এসময় উপ সহকারী কৃষি অফিসার রমেন্দ্র প্রসাদ বিশ্বাস, মোঃ আকরাম হোসেন, মোঃ আলাউদ্দিন সরদার, মুহম্মদ হাবিবুর রহমান, মোঃ যাইদুর রহমান, মৃনাল কান্তি বিশ্বাস, ইতি, রোজিনা আক্তারী, ফরসাল আলম, সুজিত দাস, রামপ্রসাদ রংদার, রীমা খানম, মোঃ জহিরুল ইসলাম, ফজলে রাব্বি, রোকাইব হোসেন সহ কৃষি অফিসের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ বলেন, বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে মোট ৩ হাজার ৮৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়।
এবছরে ১০০ জনকে মসুর, ৭০০ জনকে সরিষা, ৩০ জনকে ৩০ খেসারী, ৭৫০ জনকে পেঁয়াজ, ৬০ জনকে সূর্য্যমুখী, ২ হাজার ২০০ জনকে গম ও ১০ জনকে চিনাবাদাম বীজ দেওয়া হয়।
প্রতিজন কৃষককে ১ কেজি সরিষার বীজ ও এমওপি সার ১০ কেজি, ডিএপি সার ১০ কেজি, মসুরি চাষিদের ৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার করে বিতরণ করা হয়েছে। এছাড়াও কৃষি অফিস থেকে এসকল কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়া হয়

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top