সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদিঘীতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দত্তবাড়িয়া স্কুল মাঠে উপজেলার নশরতপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি দুপচাঁচিয়া নিয়ে গঠিত সংসদীয় আসনের বিএনপি’র হাই কমান্ডের সবুজ সংকেত প্রাপ্ত এমপি পদপ্রার্থী আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার।
বিএনপি নেতা আবুল কাশেমের সভাপতিত্বে এবং মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মী সমাবেশ অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আদমদিঘী উপজেলা বিএনপি’র সহসভাপতি নশরতপুর ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল, কামরুল ইসলাম মধু, সান্তাহার পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, আদমদিঘী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, কোরবান আলীসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বক্তব্য রাখেন।