জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “Climbing the World University Rankings: Strategies and Roadmap” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে এই কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC)।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল লতিফ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানি।কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ বলেন, “বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক তথ্যসমূহকে ডিজিটাল প্ল্যাটফর্মে সঠিকভাবে উপস্থাপন করলে বৈশ্বিক র্যাংকিংয়ে অবস্থান উন্নত হবে।

এজন্য প্রত্যেক শিক্ষক ও কর্মকর্তাকে নির্ধারিত দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।”উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা এবং ওয়েবসাইটে নিয়মিত কনটেন্ট আপডেটের মাধ্যমেই একটি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আন্তর্জাতিকভাবে দৃশ্যমান হয়। এজন্য প্রত্যেক অনুষদ ও বিভাগকে আরও সক্রিয় হতে হবে।”
কর্মশালার প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ““একটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা নির্ভর করে তার শিক্ষার মান, গবেষণার উৎকর্ষতা, উদ্ভাবন এবং জ্ঞানভিত্তিক অবদানের ওপর। পবিপ্রবির প্রতিটি শিক্ষকই আমাদের অমূল্য সম্পদ— তাঁদের দক্ষতা, উদ্যম ও গবেষণার মান উন্নত হলেই আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্বের মানচিত্রে উজ্জ্বলভাবে স্থান করে নেবে। আমরা চাই, পবিপ্রবি শুধু বাংলাদেশের গর্ব নয়, আন্তর্জাতিক অঙ্গনে একটি স্বনামধন্য গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত হোক।”
তিনি আরও বলেন,“আমাদের লক্ষ্য কেবল র্যাংকিংয়ে উন্নতি নয়, বরং টেকসই জ্ঞানচর্চা ও গুণগত শিক্ষা নিশ্চিত করা। এজন্য আমরা শিক্ষক প্রশিক্ষণ, গবেষণায় প্রণোদনা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির দিকে জোর দিচ্ছি। প্রতিটি অনুষদ, বিভাগ ও গবেষণা কেন্দ্রকে এখন থেকে তথ্যনির্ভর কাজের সংস্কৃতিতে অভ্যস্ত হতে হবে।”উপাচার্য বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে অগ্রগতি অর্জনের জন্য একাডেমিক উৎকর্ষতা, গবেষণার গুণগত মান, আন্তর্জাতিক সহযোগিতা ও ওয়েব কনটেন্ট ব্যবস্থাপনায় আরও মনোযোগী হবার আহবান জানান। দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ।
সকাল ১০টা ১৫ মিনিটে “Teacher Profile Update and Notification” বিষয়ে আলোচনা করেন প্রফেসর ড. মো. সামছুজ্জামান, পরিচালক, আইসিটি সেল। দুপুর ১২টায় “Content Upload at Faculty and its Online Activities” বিষয়ক সেশনেও তিনি দিকনির্দেশনা প্রদান করেন। দুপুরের নামাজ ও মধ্যাহ্নভোজ বিরতির পর ২টা ৩০ মিনিটে “Content Upload at Department and its Online Activities” এবং বিকাল ৩টা ৪৫ মিনিটে “Updating and Monitoring Web Content” বিষয়ে সেশন পরিচালনা করেন মো. ফিরোজ আলম, ডাটাবে অ্যাডমিনিস্ট্রেটর, আইসিটি সেল।কর্মশালার সার্বিক কার্যক্রম সঞ্চালনা ও সমন্বয় করেনআইকিউএসসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আব্দুল মাসুদ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসসি এর আরেক অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. নূর নবী ।দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ। কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা বিশ্বমানের র্যাংকিং প্রক্রিয়া সম্পর্কে বাস্তবধর্মী ধারণা অর্জন করেন এবং পবিপ্রবিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কার্যকর রূপরেখা নির্ধারণ করেন।