২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডিমলায় অবৈধ পাথর উত্তোলন ও মিনি পেট্রোল পাম্পে অভিযান

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধভাবে পাথর উত্তোলন, মজুদ, বিক্রি এবং অনুমোদনবিহীন মিনি পেট্রোল পাম্প পরিচালনার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে গয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। এসময় ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে।

অভিযানে গয়াবাড়ি ইউনিয়নের একটি স্থানে অবৈধভাবে পাথর মজুদ ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসিলভুক্ত ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে শুটিবাড়ি বাজারে অনুমোদনহীনভাবে মিনি পেট্রোল পাম্প পরিচালনার দায়ে মালিককে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, “আইনের বাইরে গিয়ে কেউ অবৈধভাবে পাথর উত্তোলন বা অনুমোদন ছাড়া পেট্রোল পাম্প পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এসময় প্রশাসনের কর্মকর্তারা স্থানীয়দের অবৈধ খনন, পাথর উত্তোলন ও অনুমোদনবিহীন জ্বালানি ব্যবসা থেকে বিরত থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ পাথর উত্তোলন ও অনুমোদনবিহীন জ্বালানি ব্যবসার প্রবণতা বেড়ে যাওয়ায় প্রশাসন পরিবেশ ও জননিরাপত্তা রক্ষায় অভিযান জোরদার করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top