ওসমান গনি, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের পশ্চিম বালাঘাটায় দীর্ঘ ৪৫ বছর ধরে চলাচলের রাস্তা মেরামত ও এলাকার দুর্গমতা লাঘবের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে পশ্চিম বালাঘাটা এলাকায় পার্বত্য জেলা পরিষদ কর্তৃক নির্মিত সড়ক নির্মাণ কাজে চাঁদা দাবি ও চলাচলের রাস্তায় বাঁধা প্রদানের অভিযোগে স্থানীয় জনসাধারণ “দিদারুল করিম গং”-এর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ যাতায়াতে চরম ভোগান্তির শিকার হলেও কিছু প্রভাবশালী ব্যক্তি সড়ক উন্নয়ন কাজের অগ্রগতি বাধাগ্রস্ত করছেন। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা ও পণ্য পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসময় বক্তারা, অবিলম্বে সড়ক নির্মাণে বাধাদানকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ ও এলাকায় স্বাভাবিক চলাচলের পরিবেশ নিশ্চিতের দাবি জানানোর পাশাপাশি দ্রুত সড়ক সংস্কার কাজ শেষ করে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করার দাবী জানান।