২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডিমলায় এসডিএফ এর উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় এসডিএফ এর উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ শে অক্টোবর (২৯ অক্টোবর) দুপুর ২ টায় এসডিএফ রংপুর অঞ্চলের নীলফামারী জেলা অফিসের আয়োজনে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সম্মেলন কক্ষে “উপজেলা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক” এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মোঃ রাশেদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃইমরানুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ এর নীলফামারী জেলা ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান সরকার, কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন সংস্থাটির আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য পুষ্টি) ডাঃ মোঃ আবু রাহাত রোকনুজ্জামান।

এছাড়াও সেখানে আরো উপস্থিত ছিলেন,সংস্থাটির আঞ্চলিক ব্যবস্থাপক (এমইএল এন্ড জিএ) মো: তাজমুল ইসলাম তালুকদার, মোঃ আসাদুর রহমান (ক্লাস্টার অফিসার), মো: আমিনুল হক ( ক্লাস্টার অফিসার), ক্লাস্টার ফ্যাসিলিটেটর (স্বাস্থ্য ও পুষ্টি) অত্র হাসপাতালের আরএমও ডাঃ মোঃ নোমান ও অন্যান্য চিকিৎসক বৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীবৃন্দ ।

এসডিএফ এর স্বাস্থ্য পুষ্টি সহ সার্বিক বিষয়ের তথ্যচিত্র উপস্থাপন করেন এসডিএফ-এর ,জেলা কর্মকর্তা (স্বাস্থ্য ও পুষ্টি)ডাঃ জি এম ফেরদৌসুর রাব্বী মীম। তথ্যচিত্রের মাধ্যমে জানা যায়, ডিমলা উপজেলায় ২টি ক্লাস্টারের অধীনে ৮টি ইউনিয়নে ৫০টি গ্রাম সমিতিতে “রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের কাজ চলমান। এখন পযন্ত ডিমলা উপজেলায় ৫০টি গ্রাম সমিতিতে পিআইপি এর আওতাধীন সদস্যদের মধ্যে “কমিউনিটি অপারেশনাল ম্যানুয়াল (কম)” এর নিয়ম অনুযায়ী মাতৃত্বকালীন ভাতা প্রাপ্ত উপকারভোগী ৩৩৩ জনের মাঝে ২৯,৬১,৬০০/- (ঊনত্রিশ লক্ষ একষট্টি হাজার ছয়শত) টাকা এবং সিজারিয়ান ভাতা প্রাপ্ত উপকারভোগী ২৪ জনের মাঝে ২,৪০,০০০/-( দুই লক্ষ চল্লিশ হাজার ) টাকা , এছাড়াও ভিটামিন-বি কমপ্লেক্স, আয়রণ, ফলিক এসিড, খাবার স্যালাইন, ভিটামিন-সি এবং মৌসুমি সবজি বীজ বিতরণ করা হয়। গ্রাম সমিতিগুলোতে পিআইপি এর আওতাধীন সদস্যদের মাঝে বিসিসি সেশন , হেলথ ক্যাম্প করা হয়।

জেলা ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান সরকার বলেন, নীলফামারী জেলার ৩টি উপজেলায় ৫টি ক্লাস্টারের অধীনে ১২৫টি গ্রাম সমিতিতে “রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় দরিদ্র ও অতিদরিদ্র পরিবারগুলোর জীবনমান উন্নয়নে কাজ করছে এসডিএফ

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top