নিজস্ব প্রতিনিধি:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুরাম জেলায় পরিচালিত এক সামরিক অভিযানে ক্যাপ্টেনসহ ছয়জন সেনা সদস্য নিহত হয়েছেন। একই অভিযানে নিরাপত্তা বাহিনীর পাল্টা আক্রমণে সাতজন সন্ত্রাসীও নিহত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সহযোগী গোষ্ঠী ‘ফিতনা আল খাওয়ারেজ’-এর সদস্যদের উপস্থিতির তথ্য পেয়ে এই অভিযান চালানো হয়। সেনাবাহিনী জানায়, দক্ষ ও সাহসী মোকাবিলায় ভারত-সমর্থিত সাতজন খারেজিকে হত্যা করা হয়েছে।
অভিযানে নিহত সেনারা হলেন— মেডিকেল অফিসার ক্যাপ্টেন নোমান সালিম (২৪, মিয়ানওয়ালির বাসিন্দা), হাবিলদার আমজাদ আলী (৩৯), নায়ক ওয়াকাস আহমদ (৩৬), সিপাহী আইজাজ আলী (২৩), সিপাহী মুহাম্মদ ওয়ালিদ (২৩) এবং সিপাহী মুহাম্মদ শাহবাজ (৩২)।
আইএসপিআর আরও জানায়, এলাকায় এখনও কিছু ভারত-সমর্থিত সন্ত্রাসী লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। তাদের নির্মূল না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে পূর্ণমাত্রায় অভিযান চালিয়ে যাবে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে। ২০২২ সালে টিটিপি যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর থেকে এসব হামলা আরও বৃদ্ধি পায়।