৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে অন্তর্বর্তী সরকারের অধিকার নেই: ফখরুল

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। তিনি বলেন, কোনো আদেশই রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া কার্যকর হবে না এবং অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এ ধরনের আইনি ক্ষমতা নির্ধারিত নয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে বুধবার রাতের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তও জানানো হয়।

ফখরুল বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনা ও সুপারিশ দীর্ঘ এক বছরব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরেও প্রহসনমূলক এবং অর্থহীন। তিনি অভিযোগ করেন, কমিশনের প্রস্তাবগুলো একপাক্ষিক এবং জোরপূর্বক জাতির ওপর চাপানো হচ্ছে।

মহাসচিব আরও বলেন, ‘যেসব দফায় সবাই সম্মত হয়েছিল, তার মধ্যে কিছু দফা অগোচরে পরিবর্তন করা হয়েছে। প্রস্তাবিত দফাগুলো ২৭০ দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন—ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top