নিজস্ব প্রতিনিধি:
নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। তালিকার ১০২ নম্বর স্থানে এই প্রতীক সংযোজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এ সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে ‘প্রতারণামূলক’ বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচন কমিশন ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। এই প্রতারণামূলক সিদ্ধান্ত থেকে ইসিকে সরে আসতে হবে। এমন পরিবেশ তৈরি করা হচ্ছে, যেখানে আমরা মানসিক চাপে পড়ছি। কলি যেহেতু দিয়েছে, শাপলাও দেওয়া সম্ভব।”
এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, “রাজনৈতিক দলের জন্য নতুন চারটি প্রতীক সংরক্ষণ করলেও আমরা আমাদের দাবিকৃত ‘শাপলা’ প্রতীকই চাই। আমরা যখন শাপলা প্রতীক চেয়েছিলাম, তখন ইসি বলেছিল—তালিকায় নেই, দেওয়া যাবে না। এখন তারা ‘শাপলা কলি’ কীভাবে তালিকায় যুক্ত করল, তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।”
এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, “নির্বাচন কমিশন কোন মানদণ্ডে ‘শাপলা কলি’কে প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করেছে, তা আমাদের জানতে হবে। আমরা নতুন প্রতীকগুলো নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।”
ইসির নতুন গেজেটে চারটি নতুন প্রতীক অন্তর্ভুক্তির ঘোষণার পরপরই এনসিপি নেতারা এসব প্রতিক্রিয়া জানান।