৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় সেনাবাহিনীর ট্রাক দুর্ঘটনা : আহত ১৩

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার বীরগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ৩ টন ট্রাক দুর্ঘটনায় পতিত হয়েছে, ট্রাকটি রাজশাহী সেনানিবাস থেকে বগুড়া সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে। দুর্ঘটনায় ট্রাকে থাকা মোট ১৩ সেনা সদস্য আহত হন। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।

গুরুতর আহত একজন সৈনিককে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকার সেনানিবাসে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়।

তাদের তাৎক্ষণিক সহযোগিতায় আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। উদ্ধার কাজে অংশগ্রহণের জন্য স্থানীয় জনগণসহ সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা জানায়, মানবিক সহায়তা ও তৎপরতার ফলে আহত সদস্যদের দ্রুত চিকিৎসা প্রদান সম্ভব হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top