সজীব হাসান, ( বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের গোয়ালজানী গ্রামের রামাইডাঙ্গা বিল থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে এ লাশটি উদ্ধার করা হয়।
সকাল ১০টার দিকে গোয়ালজানী গ্রামের সাবা (৮) নামের এক শিশু তার বন্ধুদের সঙ্গে জলপাই পাড়তে গিয়ে বিলে লাশটি দেখতে পায়। পরে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে এবং খবর দেয় পুলিশকে। সংবাদ পেয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। গোয়ালজানী গ্রামের শিশু মো. আরাফাত হোসেন জানায় আগের দিন সে ওই ব্যক্তিকে গ্রামে ঘুরে বেড়াতে দেখেছিল।
স্থানীয়রা জানান গ্রামে কেউ নিখোঁজ নেই। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি অন্য কোনো এলাকার বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।