৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা

আবু রায়হান, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা। পাঠপ্রেমীদের জন্য এবারও থাকছে নানা আয়োজন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো- জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে পুরাতন বই বদলে নতুন বই নেওয়ার সুযোগ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বইমেলা সম্পর্কিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান।

তিনি জানান, শুক্রবার বিকাল ৪টায় বইমেলার উদ্বোধন করা হবে। চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। কর্মদিবসে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য।

এবারের মেলায় অংশ নিচ্ছে ১১টি সরকারি দপ্তর এবং ৭০টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান। তাদের প্রকাশিত বই প্রদর্শন ও বিক্রির পাশাপাশি থাকবে শিশু কর্ণার ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
বইমেলা উপলক্ষে আয়োজন করা হয়েছে লেখক-পাঠক আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিষয়ভিত্তিক আলোচনা সভা। এছাড়াও গণমাধ্যম কর্মীদের জন্য থাকবে মিডিয়া কর্নার। পাশাপাশি পাঠপ্রেমী যারা বই কিনতে অসমর্থ, তাদের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে পুরাতন বই বদলে নতুন বই নেওয়ার সুযোগ থাকছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top