মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের ‘নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়’ এর প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ এর বিরুদ্ধে করা মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক ও ছাত্রী বৃন্দ।
ছাত্রী ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক ফিরোজুল ইসলাম ফিরোজ কারাগারে আছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাজিরপুর বাজারে ওই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্থানীয় লোকজনও অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, অভিযুক্ত শিক্ষকের ভাই ফেরদৌস রহমান, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমান আলী আলী দুলু, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক, স্কুল শিক্ষক লায়লা মাহমুদ, ময়েন উদ্দীন প্রমূখ।
তারা দাবি করেন, শিক্ষক ফিরোজের বিরুদ্ধে ২০২২ সালে একই বিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। মূলত শিক্ষক ফিরোজ বিএনপি নেতা হওয়ায় সেসময় আওয়ামী লীগের লোকজন মামলা দায়ের করান। এই ঘটনার সাথে ফিরোজের কোনো সম্পৃক্ততা নেই।
শিক্ষক-শিক্ষার্থীরা আরো বলেন, একটি মিথ্যা মামলায় শিক্ষক ফিরোজকে ফাঁসানো হয়েছে। নভেম্বর মাসে মামলাটির রায় প্রকাশ পাবে। ওই রায়ে শিক্ষক ফিরোজকে নিঃশর্ত মুক্তির দাবিতেই তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।