মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ও পাখির অভয়াশ্রম নীলসাগরে প্রায় ২ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নীলফামারীর নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান, উপজেলা প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মামনুর রশিদ এবং নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ‘সারাদেশে পুকুর, খাল উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প’-এর আওতায় নীলসাগর দিঘীর এই উন্নয়ন কাজ সম্পন্ন হচ্ছে। এর মাধ্যমে নীলসাগরের পাড়সংলগ্ন এলাকা সংস্কার, সৌন্দর্যবর্ধন, দর্শনার্থীদের জন্য বিশ্রামাগার ও হাঁটার পথ নির্মাণসহ পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “নীলসাগর শুধু একটি ঐতিহাসিক জলাশয় নয়, এটি জেলার জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ উন্নয়ন কাজ সম্পন্ন হলে এটি পর্যটন আকর্ষণ হিসেবে আরও বিকশিত হবে।”
উল্লেখ্য, প্রায় ৫০ একর আয়তনের নীলসাগর দিঘী শীত মৌসুমে দেশি-বিদেশি হাজারো পরিযায়ী পাখির আশ্রয়স্থল হিসেবে পরিচিত। জেলা প্রশাসনের উদ্যোগে চলমান উন্নয়ন শেষে এটি দেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক পর্যটন স্পট হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।