নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ। গত বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি জানাজানি হতেই রাজশাহীজুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা।
পুলিশ সূত্রে জানা গেছে, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার এবং বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহকে আটক করতে সেদিন সকালে পুলিশ একাডেমিতে অভিযান চালায় একটি টিম। তবে অভিযানের সময় তিনি রহস্যজনকভাবে পালিয়ে যান।
বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ডিআইজি এহসানুল্লাহ গত বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত রয়েছেন। ঢাকা থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিল বলে জেনেছি। তার নিখোঁজ হওয়ার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।”
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানিয়েছে, ডিআইজি এহসানুল্লাহ আগে থেকেই জানতেন যে তাকে গ্রেফতার করতে একটি টিম আসছে। সেই তথ্য পাওয়ার পর তিনি মোটরসাইকেলে করে একাডেমি থেকে পালিয়ে যান।
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        