মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
‘দেশ গড়বো মিলেমিশে, ভোট দিবো ধানের শীষে’ স্লোগান কে সামনে রেখে গুরুদাসপুরে এক ভিন্নধর্মী আলোচনা সভা আয়োজন করেছে মশিন্দা বাজার বিএনপি ও অঙ্গ সংগঠন। নাটোর-৪ (গুরুদাসপুর – বড়াইগ্রাম) আসনে একাধিক বিএনপি মনোনয়ন প্রত্যাশী থাকায় তৈরি হয়েছে নিজেদের মধ্যে সম্পর্কের এক নীরব ভাঙ্গন, এমতবস্থায় সুযোগ নিচ্ছে তৃতীয় পক্ষ। ‘কোন ব্যক্তি নয়, ধানের শীষের বিজয় নিশ্চিত করাই মূল লক্ষ্য’ এই বার্তা চারিদিকে ছরিয়ে দিতেই এমন ভিন্ন আয়োজন। বিএনপি ও অঙ্গ-সংগঠনের কর্মীদের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছে সাধারন জনগন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আজ ৩০ অক্টোবর রোজ বৃহস্পতিবার মশিন্দা বাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঐ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, দেশ নায়ক তারেক রহমান তার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষের পক্ষে যদি কোন কলা গাছকে মনোনীত করেন, তবে আমরা তারই নির্বাচন করবো।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম শরীফ, অন্যতম সদস্য, গুরুদাসপুর উপজেলা বিএনপি, শফিকুল ইসলাম, সভাপতি, মশিন্দা বাজার বিএনপি অফিস কমিটি, সৌয়দ আলী সরদার, সিনিয়র সহ-সভাপতি, মশিন্দা বাজার বিএনপি অফিস কমিটি।
এছারাও উপস্থিত ছিলেন, মশিন্দা বাজার বিএনপি অফিস কমিটির মোঃ রাজেদুল ইসলাম, মোঃ আমিরুল ইসলাম, মোঃ লাবু, মোঃ আলম হোসেন, ছাত্র নেতা নাইবুর হাসান সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে উপস্থিত সকলের মধ্যে খাবার প্যাকেট বিতরন করা হয়।
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        