৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকায় ঝটিকা মিছিল থেকে ১০ মাসে ৩ হাজার নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী গ্রেফতার, মোহাম্মদপুরে শীর্ষ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিনিধি:
চলতি বছর রাজধানীতে ঝটিকা মিছিল থেকে প্রায় তিন হাজার নিষিদ্ধ আওয়ামী লীগনেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝটিকা মিছিলের সময় তাদের আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে একই দিনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়ভাবে ‘পাঁয়তারা শাহিন’ নামে পরিচিত ২৫ বছর বয়সী ওই যুবকের কাছ থেকে দেশে তৈরি একটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে বৃহস্পতিবার রাতে এই অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহিন সেখানে অবস্থান করছে। পরে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআই নাজমুল আরও জানান, শাহিনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক ছিনতাই মামলা এবং কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাহিনের গ্রামের বাড়ি হবিগঞ্জের শিবপুর এলাকায়। তিনি ঢাকার রায়েরবাজার প্রেমতলা গলির মমতাজের বাসায় ভাড়া থাকতেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top