৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চলন্ত বাসে নারীকে হেনস্তা, ভিডিও ভাইরাল হওয়ার পর হেলপার গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:
চলন্ত বাসে এক নারীকে হেনস্তা করার অভিযোগে রমজান পরিবহণের হেলপার নিজামুদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযান চালিয়ে নিজামুদ্দিনকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর র‌্যাবের নজরে আসে বিষয়টি। ভিডিওতে দেখা যায়, রমজান পরিবহণের ওই হেলপার এক নারী যাত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করছেন।

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক জানান, নিজামুদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, ঘটনাটি ঘটেছে ২৯ অক্টোবর। ভাইরাল ভিডিওতে দেখা যায়, বাসে থাকা অন্য যাত্রীরা ঘটনার সময় কেউ বাধা দেননি।

এদিকে হেনস্তার শিকার হওয়া নারী সিদরাতুল মুনতাহা রহমান তীব্র নিজের পরিচয় প্রকাশ করে শুক্রবার (৩১ অক্টোবর) ফেসবুকে এক ভিডিওবার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেন, “আমি এই ভিডিওটি করছি যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন।” তিনি আরও জানান, প্রশাসন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে এবং তিনি ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top