মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
সারা দেশজুড়ে বিরাজমান বৈরী আবহাওয়া ও বিরামহীন বৃষ্টির মধ্যেও সীমান্তে তৎপর রয়েছে সীমান্ত রক্ষার অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃষ্টির সুযোগে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারিরা, তবে বিজিবির কঠোর নজরদারি ও অভিযানে ব্যর্থ হচ্ছে তাদের চেষ্টাগুলো।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর সদস্যরা ৩১ অক্টোবর রাত আটটার দিকে মাসুদপুর সীমান্তের তারাপুর গ্রাম এলাকা থেকে ৩২ বোতল ভারতীয় মদ জব্দ করেন।
এছাড়া একই রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় বাখেরআলী সীমান্তের টহল দল অভিযান চালিয়ে ৭ হাজার ৬৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ও ৫৪০ পিস মলম জব্দ করে।
আটককৃত অবৈধ মালামাল পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা ও শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।