২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

“সম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ নভেম্বর) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়।

দিবসটির শুরুতে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা বায়েজিদ আলম, বালিয়াকান্দি কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুল মালেক খান, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মনিষা বিশ্বাস, শিক্ষক কর্মচারী সমবায় সমিতির সহ-সভাপতি ও কুমুরদিয়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরুমপ চৌধুরী, সোনাপুর আল আমিন বার্ড মাল্টিপারপাস সমবায় সমিতির সভাপতি খন্দকার মামুন কবির, সাধুখালী পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতির সভাপতি বাটুল বিশ্বাস, বনলতা সমবায় সমিতির সভাপতি মোঃ জনাব আলী ও হাসান আলী প্রমুখ।

এ সময় জাতীয় সমবায় দিবসের ভিন্ন প্রকার তাৎপর্য তুলে ধরে বক্তাগণ বলেন, সমবায় একটি শক্তিশালী পদ্ধতি। “দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ” পৃথিবীতে সকল ভাল কাজ একা একা করা সম্ভব নয় তাইতো সকলে মিলে মিশে এক হয়ে একটি কাজ করলে সেটার থেকে ভালো ফলাফল পাওয়া সম্ভব। উপজেলায় বিভিন্ন সমবায় সমিতি দরিদ্র জনসাধারণকে সহজ কিস্তিতে ঋণ বিতরণ করে থাকে। এসব সমবায় সমিতির নিকট থেকে ঋণ নিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। আগামীতে সমবায় বিভাগ আরো উন্নত কাজ করতে আশাবাদ ব্যক্ত করেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top