২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গুরুদাসপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পতাকা উত্তোলন, র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরের গুরুদাসপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। আজ শনিবার (১লা নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে র‍্যালি বের হয়। র‍্যালি শেষে পরিষদ মিলনায়তনে সমবায় কর্মকর্তা, সুরুজিত চ্যাটাজির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি, ইউএনও, ফাহমিদা আফরোজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউসিসিএ লিমিটেড এর সভাপতি, আব্দুর রশিদ প্রধান, চলনালী চরকাদহ কান্দিপাড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি, আব্দুস সালাম প্রমুখ।
বক্তরা বলেন, উপজেলা সমবায় বিভাগের অন্তর্ভুক্ত ১১৭ টি সমবায় সমিতি পিছিয়ে পড়া সমাজের অস্বচ্ছল মানুষের আর্থিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সবাইকে সমবায়ে অন্তর্ভুক্ত হতে আহ্বান জানান তারা।
এসময় উপজেলা সমবায় বিভাগের সহকারি পরিদর্শক, সুমন রেজা সহ সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top