২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন কৃষি বান্ধব – আলতাফ হোসেন চৌধুরী

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি :

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তিনি ছিলেন কৃষি বান্ধব। পটুয়াখালী জেলার দুমকি উপজেলা কৃষকদল আয়োজিত কৃষক দলের সাথে মতবিনিময় সভায় একথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী।

তিনি আরো বলেন,তাঁর ১৯ দফা কর্মসূচি অতি অল্প সময়ের মধ্যে জনগণের নিকট ব্যাপক সমাদৃত হয়। কৃষিই অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।তিনি কৃষকদের জন্য বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। কৃষি বিপ্লবের মাধ্যমে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্নতা এনেছিলেন। তিনি ছিলেন সত্যিকার দেশপ্রেমিক।জাতি তাঁর অবদান চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

তারেক রহমানের ঘোষিত ৩১দফা দেশের জনগণ গ্রহণ করছে।তাঁর ঘোষিত ৩১ দফাই হলো জাতির মুক্তির সনদ।একটি স্বার্থান্বেষী গোষ্ঠী নির্বাচন বানচালের জন্য ব্যাপক অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার ও সজাগ থাকতে হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দুমকি উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা অদ্য সকাল ১১টায় দুমকি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দুমকি উপজেলা কৃষকদলের সভাপতি মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান,
পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী জেসমিন জাফর, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এড. তৈফিক আলী খান কবির,পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, পটুয়াখালী জেলা ছাএদলের সাবেক সহ-সভাপতি ও পবিপ্রবি’র আইন উপদেষ্টা এড. আনিসুর রহমান, দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: জসীমউদ্দিন ,যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইভান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাংগাসিয়া ইউনিয়ন কৃষক দলের সহ- সভাপতি আবুল কালাম আজাদ, লেবুখালী কৃষক দলের সাধারণ সম্পাদক সাগর হাং,দুমকি সহ সভাপতি ফিরোজ আকন,দুমকি উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক মো: গোলাম মর্তুজা, দুমকি উপজেলা ছাএদল সদস্য সচিব সুমন শরীফ, দুমকি যুবদল নেতা মিজানুর রহমান লালমিয়া প্রমুখ।।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top