২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে যুবদলের তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে যুবদল। শনিবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

বিবৃতিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী অশোভন মন্তব্য করেছেন এবং ভিত্তিহীন তথ্য প্রচারের মাধ্যমে কুৎসা রটনা করেছেন। তারা অভিযোগ করেন, অতীতেও নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের সম্মানিত নাগরিক ও প্রাজ্ঞ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়িত্বহীন মন্তব্য করেছেন, যা রাজনৈতিক সৌহার্দ্য ও সহাবস্থানের পরিপন্থি। যুবদল এ ধরনের আচরণকে দেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার একটি অসৎ প্রচেষ্টা হিসেবে দেখছে।

যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরও বলা হয়, জুলাই-পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক অঙ্গণে পারস্পরিক শ্রদ্ধা, শিষ্টাচার ও সহনশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। প্রমাণবিহীন ও মিথ্যা তথ্যের ভিত্তিতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে অপমান করার চেষ্টা অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, ভবিষ্যতে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও দায়িত্বশীলভাবে বক্তব্য প্রদান করবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top