২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জুলাই বিপ্লবের চেতনাকে কিছু বিরোধী শক্তি ছিনতাইয়ের অপচেষ্টা চালাচ্ছে—মামুনুল হক

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয়ের পর দেশে কিছু বিরোধী শক্তি সেই চেতনাকে ছিনতাইয়ের অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, এই বিপ্লবের প্রকৃত ধারক ছিলেন ইসলামী জনতা, যার বীজ ২০১৩ সালের শাপলা চত্বর আন্দোলনে বপন করা হয় এবং ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে তা শক্ত ভিত্তি পায়।

শনিবার বিকেলে ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, আমরা বছরের পর বছর ফ্যাসিবাদী শাসনের নির্যাতন সহ্য করেছি, কারাবাস ও দমননীতির মুখেও আপোষ করিনি। আমাদের কাঙ্ক্ষিত বিজয়ের মাধ্যমে আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলব—ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, বর্তমান গণজোয়ার প্রমাণ করে দিয়েছে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। দেশের মানুষ দুর্নীতি ও নিপীড়নমুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায়। একই সঙ্গে তিনি নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদের বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর শাখার সভাপতি মুফতি আজিমুদ্দিন শাহ জামালী। উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ আসনে দলের প্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ, নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনসহ অন্যান্য নেতারা।

অনুষ্ঠানে বক্তারা দেশের স্বার্থ ও জাতীয় পরিচয় রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জনগণকে সাংবিধানিক ও শান্তিপূর্ণ উপায়ে প্রকৃত পরিবর্তনের পথে এগিয়ে আসার অনুরোধ জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top