আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র আলোচনার জন্ম দিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য জগন্নাথ সরকার। গতকাল শনিবার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের মাটিয়ারী বানপুরে এক কর্মসূচিতে তিনি বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া খুলে দেওয়া হবে। তার ভাষায়, “আগেও এক ছিল বাংলা, আবারও এক হয়ে যাবে।”
জগন্নাথ সরকারের এই বক্তব্য ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা। বিশেষ করে তৃণমূল কংগ্রেস নেতারা তার মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন। তৃণমূল যুব কংগ্রেসের স্থানীয় সভাপতি শুভদীপ সরকার বলেন, “তিনি প্রায়ই বিভ্রান্তিকর কথা বলেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি।”
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার বিষয়টি পুরোপুরি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে, রাজ্য সরকারের নয়। তাই এই মন্তব্য বাস্তবতা বিবর্জিত এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
বিজেপি এমপির এই বক্তব্য ঘিরে এখন প্রশ্ন উঠেছে—তিনি কি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে হুমকিসূচক বক্তব্য দিয়েছেন, নাকি এটি শুধুই আবেগপ্রবণ মন্তব্য? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বর্তমান সময়ে যখন পশ্চিমবঙ্গে নাগরিকত্ব যাচাই (এনআরসি) ও রোহিঙ্গা ইস্যু নিয়ে বিজেপি সরব, তখন এমন বক্তব্য দলের নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং বিতর্ক সৃষ্টি করার মতো।
সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্বের মতো সংবেদনশীল বিষয়ে এমন মন্তব্যকে অনেকেই ‘রাজনৈতিক দায়িত্বজ্ঞানহীনতা’ হিসেবে দেখছেন।