২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচনকে ঘিরে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিনিধি:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা। বৈঠকে সেনা মোতায়েন, নির্বাচন প্রস্তুতি এবং নিরাপত্তা নিশ্চিতকরণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ ভোট আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক প্রস্তুতি বিষয়ে প্রধান উপদেষ্টা তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তিন বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টাকে জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জাতীয় নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, গত ১৫ মাসে সামরিক বাহিনী দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অসামান্য পরিশ্রম করেছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ হাজার সেনা, আড়াই হাজার নৌবাহিনী এবং দেড় হাজার বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় একটি করে সেনা কোম্পানি দায়িত্ব পালন করবে।

বৈঠকে তিন বাহিনীর প্রধানরা আসন্ন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top