৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে ট্রেনের যাত্রাবিরতি ও নিরাপদ ট্রেনযাত্রার দাবিতে সমকাল সুহৃদ সমাবেশের মানববন্ধন-সমাবেশ

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

নিরাপদ ট্রেনযাত্রা, ঈশ্বরদী ও ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে চলাচলরত কয়েকটি ট্রেনের যাত্রাবিরতিসহ দশ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ঈশ্বরদীর সর্বস্তরের জনগণ।
গতকাল শনিবার পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ঈশ্বরদীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে এসব কর্মসূচীর আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিট।

সমাবেশে ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে ঢাকামুখী পঞ্চগড় এক্সপ্রেস এবং ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় অভিমুখী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি, কমিউটার ট্রেনের অফ ডে বুধবারের পরিবর্তে পূর্বের ন্যায় সোমবারে নির্ধারণ, সাগরদাঁড়ি ও মধুমতি এক্সপ্রেসে একটি করে এসি চেয়ার কোচ সংযোজন, পাবনা-ঢাকা রুটে সম্ভাব্য চালুকৃত ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে ঢাকার দিকে যাত্রা শুরু করণ, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনকে পূর্বের সিডিউল অনুযায়ী ঈশ্বরদী হয়ে ঢাকায় চলাচলের ব্যবস্থা করণ, ঈশ্বরদী রেলওয়ে জংশনের ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ির ব্যবস্থা করা, ঈশ্বরদী জংশন স্টেশনে যাত্রীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা এবং তালাবদ্ধ পাবলিক টয়লেট সকলের জন্য উন্মুক্ত করে দেওয়াসহ দশ দফা দাবি তুলে ধরে রেলওয়ে কর্তৃপক্ষের নিকট স্মরকলিপি প্রদান করা হয়।

সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সভাপতি আর. কে বাবু। স্বাগত বক্তব্য দেন সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার।

এসময় বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহ্বুবুর রহমান পলাশ, উন্নয়ন কর্মী আশিকুর রহমান লুলু, ঈশ্বরদী প্রেসকাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহসভাপতি জাহিদুল আলম সনু, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সহসভাপতি আনোয়ার হোসেন জনি, সিপিবি পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব, বিনা পয়সার পাঠশালার পরিচালক তাহেরুল ইসলাম, সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি শেখ ওয়াহেদ আলী সিন্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, ডা. আনোয়ারুল ইসলাম, যুবনেতা খোরশেদ আলম দীপু, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম মাহবুব প্রাপ্তি, নারী উদ্যোক্তা ফারজানা ফেরদৌস পুষ্প প্রমুখ। সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মাসুদুল ইসলামের সমন্বয়ে অনুষ্ঠান সঞ্চালন করেন সাংবাদিক ওহেদুজ্জামান টিপু।

ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতি, ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদ, সবুজ পৃথিবী, মানাব, ঈশ্বরদী অনলাইন প্রেসকাব, ঈশ্বরদী জনকল্যান সমিতিসহ বিভিন্ন সামজিক সংগঠন সংহতি প্রকাশ করে এসব দাবির প্রতি সমর্থন জানিয়ে কর্মসূচীতে অংশগ্রহন করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top