৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নকল বেহেস্তের টিকিট বন্ধ করতে হবে, তালিম বন্ধ করতে হবে, বেহেস্তের টিকিট স্বামীকে দেয় না স্ত্রীকে দেয় -হাবিবুর রহমান হাবিব

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, পুরুষরা যখন কাজের উদ্দেশ্যে বাড়ির বাহিরে থাকে তখন জামায়াতের মহিলা কর্মিরা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি শুরু করেছে। মহিলাদের ধর্মীয় নানা ভয়ভীতি দেখিয়ে জামায়াত রাজনৈতিক ফায়দা আদায়ের চেষ্টা করছে। অতি দ্রুত জামায়াতে এসব অপকর্ম বন্ধ করতে হবে।

শনিবার (০১ নভেম্বর) বিকালে পাবনার ঈশ্বরদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বর্নাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জামায়াত প্রথমে সংস্কার চাইলো, তারপর বিচার চাইলো। তারপর কিছুদিন নির্বাচন বানচাল করতে পিআর পদ্ধতি চাইলো। সব কিছুতে ব্যর্থ হয়ে এখন আবার তারা গনভোট নিয়ে উতলা হয়েছে। আর জামায়াতের এই চক্রান্তে পড়ে বর্তমান সরকার নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে।

হাবিব বলেন, আঃলীগ সরকার তাও দেশ ছেড়ে পালাতে পেরেছে কিম্তু বর্তমান সরকার জনগনের রোষানলে পড়ে দেশ ছেড়ে পালানোর সুযোগও পাবে না।

ঈশ্বরদী পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের প্রতীকের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকির সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ, ,ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন ,বিএনপি নেতা আজমল হোসেন ডাবলু,ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়নসহ অন্যান্যরা।

এসময় আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, সাবেক সহ-সভাপতি , সাবেক ঢেয়ারম‍্যন আতিয়ার রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন, ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলী বিশ্বাস,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান,ছাত্রদল নেতা রুহুল আমিন,হাফিজুর রহমান মুকুল,ছাত্রদল নেতা যুবায়ের হোসেন বাপ্পি,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক খন্দকার হেদায়েতুল ইসলাম অনিক, সলিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন মালিথা, সাধারণ সম্পাদক মশিউর রহমান রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক বিপুল হোসেন বুদু, রাজন আলী,ছাত্রদল নেতা হাসিবুর রহমান ইমন, ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন সহ অন্যান্যরা।

এর আগে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঈশ্বরদী পোস্ট অফিস মোড় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে গিয়ে পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top