৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তাড়াশ স্বেচ্ছায় রক্তদান সংগঠনের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

সোহাগ হোসন, তাড়াশ প্রতিনিধিঃ

আমরা পেরেছি, আমরাই পারবো, রক্ত দিয়ে অসহায় রোগীর পাশে দাঁড়াবো প্রতিপাদ্যকে বুকে ধারণ করে সিরাজগঞ্জের তাড়াশ স্বেচ্ছায় রক্তদান সংগঠনের ২০২৫-২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে নবীন শরীফ সভাপতি ও নাঈম হোসাইন মুন্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার শিশুপার্কে কমিটির পরিচিত সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। সংগঠনের সাবেক সভাপতি দেলবর আহম্মদের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুম বিল্লাহ্।

নতুন কমিটির মিরাজ হাসান, আজাদ আকন্দ, তাইবুর খন্দকার, নাজমুল হক মেহেদী, আরিয়ান রবি, আমিরুল ইসলামকে সহ-সভাপতি, নাজমা খাতুন, মোক্তার হোসেন জিহাদী, মো. সাকিব হোসেন, শাকিল আহমেদকে যুগ্ন সাধারণ সম্পাদক, মৌমিতা মৌকে সাংগঠনিক সম্পাদক, মো. জুয়েল রানা, মো. সোহাগ হোসাইনকে সহ- সাংগঠনিক সম্পাদক, আহসান হাবিবকে কোষাধ্যক্ষ, আইনুল হককে প্রচার সম্পাদক, সজিব আহম্মেদকে উপ-প্রচার সম্পাদক, মো. নাজিম উদ্দিনকে দপ্তর সম্পাদক, আবু বক্কারকে উপ-দপ্তর সম্পাদক, আব্দুল আলিমকে ধর্ম বিষয়ক সম্পাদক, হুমায়ুন আহমেদকে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক, আরাফাত হোসেনকে ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে- হাদিউল হৃদয়, সাগর আহমেদ, এফএম এ সালেক, শাহ আলম আহমেদ, আবু হানিফ, আশরাফুল ইসলাম, ইমরান এইচ সজিব, মোছা. শাকিলা সুলতানা, বিলকিস পারভীনকে।

এ সময় নবনির্বাচিত সভাপতি নবীন শরীফ বলেন, সামনের দিনগুলোতে সবাইকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মক চেষ্টা করবো।

সংগঠনের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাঈম হোসাইন মুন্না জানান, আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে। তা সততার সাথে পালন করবো ইনশাআল্লাহ। পাশাপাশ জরুরি প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে মানুষকে উদ্ধুদ্ধ করতে কাজ করা হবে।

এর আগে বেলা ৩টার দিকে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের সাংগঠনিক কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন বিদায়ী সাধারণ সম্পাদক মিরাজ হাসান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top