৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে মোটরসাইকেল থেকে পড়ে একজনের মৃত্যু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী রিয়াদ আলী শেখের মৃত্যু হয়েছে। কিশোর রিয়াদ আলী শেখ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ধুলদি কেস্টপুর গ্রামের রহমত আলী শেখের ছেলে। সে রাজবাড়ীর শ্রীপুর এলাকার কাদেরিয়া বেকারীতে শ্রমিকের কাজ করতো।

রবিবার (০২ নভেম্বর) সকাল পৌনে ১০ টার সময় রাজবাড়ীর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক রনক সরকার গুরুতর আহত হয়। বর্তমানে সে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রাজবাড়ীর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী স্টেশন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, সকাল পৌনে ১০টার সময় ওই মোটরসাইকেলটি শ্রীপুর থেকে বড়পুলের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সাথে ও পরে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে দুইজনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান আছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top