৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গণভোট নিয়ে মতভেদে উদ্বেগ, ঐকমত্যে পৌঁছানোর আহ্বান উপদেষ্টা পরিষদের

নিজস্ব প্রতিনিধি:

গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদে গভীর উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে। তবে, দলগুলো যদি ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ ও এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কার বিষয়ে ঐকমত্য স্থাপনের প্রচেষ্টা ও বহুমাত্রিক আলোচনায় অংশগ্রহণের জন্য ঐকমত্য কমিশন এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) আদেশ, গণভোট আয়োজন এবং গণভোটের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘদিনের আলোচনার পরও কয়েকটি সংস্কার প্রস্তাব ও গণভোটের সময়সূচি ও বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত বিদ্যমান থাকায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।

এই প্রেক্ষাপটে সভায় সিদ্ধান্ত হয় যে, গণভোটের সময় ও বিষয়বস্তুসহ জুলাই সনদের ভিন্নমতগুলো দ্রুত চূড়ান্ত করতে হবে। ঐকমত্য কমিশনের প্রস্তাবের আলোকে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

সভায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে, সরকারের কাছে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এতে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে বলে অভিমত জানানো হয়। পাশাপাশি সতর্ক করে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে সময়ক্ষেপণের কোনো সুযোগ নেই।

উপদেষ্টা পরিষদ সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top