৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রূপনগরে স্বেচ্ছাসেবক দলের নেতার অডিও ভাইরাল: ‘নির্বাচনডা হোক তোরে মাইরা ফেলামু’

নিজস্ব প্রতিনিধি:

রূপনগর থানার স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত যুগ্ম আহবায়ক ও ৬ নম্বর ওয়ার্ড (আঞ্চলিক) স্বেচ্ছাসেবক দলের সভাপতির বিরুদ্ধে গ্রামবসীর এক ব্যক্তিকে গালিগালাজসহ মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে এই কথাবার্তার শনাক্তকরণ ও নিন্দা ওঠায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

জয়েন্ট আহবায়ক হারুন উর রশিদ নামের ওই নেতার কথাবার্তা ধারণ করা ৫১ সেকেন্ডের ওই কল রেকর্ডটি দেশের একটি  শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকার কাছে আসে। রেকর্ডে বলা শুনা যায় — “এক হাজার টাকা দিবি ক্যান, যা কইছি তাই দিবি। খালি নির্বাচনডা হোক, পরে তোরে মাইরা ফেলামু”—এরকম কড়া হুমকি ও অশোভন ভাষা ব্যবহার করেছেন তিনি। ঘটনার পর থেকেই ওই অডিও দ্রুত ভাইরাল হয় এবং লোকজন ধরে নেয় এটি রূপনগরের স্থানীয় এক বস্তির বাসিন্দার সঙ্গে করা কথোপকথন।

স্থানীয়রা বলছে, অডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে রাজনৈতিক ও সামাজিক মহলে ক্ষোভ দেখা দিয়েছে; অনেকে অভিযুক্ত নেতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। কিছু স্থানে অভিযোগ উঠেছে যে, হারুন বিদ্যুৎ বিলের নামে ওই বাসিন্দার কাছ থেকে টাকা চাইছিলেন; টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হুমকি ও গালিগালাজ করা হয়।

রূপনগর থানা বা স্বেচ্ছাসেবক দলের স্থানীয় পর্যায়ের কোনো পক্ষ এখনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি—তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া রেকর্ডটি প্রেক্ষিতে তৎক্ষণাৎ তদন্ত ও সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া চাওয়া হচ্ছে। ঘটনার সত্যতা প্রকটে প্রমাণিত হলে আইনগত এবং সাংগঠনিকভাবে উপযুক্ত কর্মক্ষেপ গ্রহন করার দাবি স্থানীয়দের।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top