৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয় পার্টির কাধে ভর দিয়ে আওয়ামীলীগ নির্বাচনে আসতে চায় -আলতাফ হোসেন চৌধুরী

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী -১আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক স্বরাষ্ট্র ও বণিজ্যমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন,জাতীয় পার্টির কাধে ভর করে আওয়ামীলীগ নির্বাচনে আসতে চায়। সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নির্বাচন পেছানোর পায়তারা চলছে।

তিনি বলেন,একটি স্বার্থান্বেষী গোষ্ঠী নির্বাচন পেছানোর অপচেষ্টা করছে। দেশের মানুষ তা বরদাস্ত করবে না। রবিবার (২ নভেম্বর) বিকালে দুমকি উপজেলার আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাংগনে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়জিদ পান্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মজিবর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক প্রকৌশলী এম. এ হক, পটুয়াখালী জেলা মহিলা দলের সাবেক সভানেএী অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, নারী ও শিশু অধিকার ফোরামের পটুয়াখালী জেলা শাখার সভাপতি জেসমিন জাফর,জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাবেক সভাপতি এড.মহসিন উদ্দিন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এড. তৈফিক আলী খান কবির,পটুয়াখালী জেলা ছাএদলের সাবেক সহ-সভাপতি ও পবিপ্রবি’র আইন উপদেষ্টা এড. আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন হাওলাদার, বিএনপি নেতা মতিউর রহমান দিপু,দুমকি উপজেলা ছাএদলের সদস্য সচিব মো: সুমন শরীফ,আংগারিয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ- সভাপতি আব্দুস সোবাহান,উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ মো: বশির উদ্দিন, দুমকি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান ফারুক, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লালমিয়া প্রমুখ।সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম খোকন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দুমকি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান ফারুক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড.মো: দেলোয়ার হোসেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:)আলতাফ হোসেন চৌধুরীর পার্সোনাল প্রেস সেক্রেটারি মো:মাহফুজুর রহমান সবুজ, পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবি সমিতি নেতা এড. মাকসুদুর রহমান,জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এড. আল আমিন সুজন, এড.মো: সাইদুজ্জামান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ডা:মো: মহিবুল্লাহ সহ জেলা ও উপজেলা,বিএনপি,যুবদল,ছাএদল, মহিলাদলের নেতা ও কর্মীবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top