৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘বাণীবহ হবিবুর রহমান চেয়ারম্যান স্মৃতি গোলকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

“মাদক ছাড়ি খেলা ধরি ”— এই শ্লোগানকে ধারণ করে রাজবাড়ীর সদর উপজেলার বাণীবহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে হবিবর বহমান চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০২ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত বাণীবাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “চেয়ারম্যান হবিবর রহমান স্মৃতি গোলকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাণীবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান ও আবুল হোসেন ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ” মোঃ মনজুরুল আলম দুলাল”।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট মনিরুজ্জামান, বিশিষ্ট ফুটবল প্রেমী অনিল কুমার দাস, বানিবহ বাজারে বিশিষ্ট ব্যবসায়িক খলিলুর রহমান স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে রাজবাড়ী ফুটবল একাদশ বনাম বাণীবহ ফুটবল একাদশ।

নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য (০–০) অবস্থায় শেষ হলে ট্রাইব্রেকারে (৩–১) গোলে বাণীবহ ফুটবল একাদশ রাজবাড়ী ফুটবল একাদশ কে হারিয়ে বিজয় অর্জন করে।

খেলাটি পরিচালনা করেন, বাংলাদেশ রেফারি অ্যাসোসিয়েশনের অনুমোদিত রেফারি “মোঃ নুরুল ইসলাম নরু , সহকারী রেফারি হিসাবে ছিলেন “মোঃ আলী মুনসুর ” ও “মোঃ আবুবক্কার ”
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান মোঃ মনজুরুল আলম দুলাল বলেন,“মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনতে এরকম টুর্নামেন্ট আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। ফুটবল আমাদের ঐতিহ্য, এই খেলাকে জনপ্রিয় করতে আমরা মাঠে-মাঠে কাজ করে যাচ্ছি।”

সভাপতির বক্তব্যে বানিবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, “যুব সমাজকে মাদকের করালগ্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণরা যেমন আনন্দ পাবে, তেমনি সমাজে ঐক্য, সম্প্রীতি ও ইতিবাচক ধারা প্রতিষ্ঠিত হবে।”

উল্লেখ্য, টুর্নামেন্টে এলাকার বিভিন্ন ইউনিয়নের দল অংশগ্রহণ করবে এবং চূড়ান্ত পর্বে বিজয়ীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top