৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুমকি উপজেলায় জমি ও রাস্তার পুরোনো বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের কলাবাগান কেটে সাফ

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

রবিবার (২ নভেম্বর) ভোরে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নুরমোহাম্মদ হাওলাদারের ছেলে রকিব উদ্দিন হাওলাদারের রেকর্ডীয় জমিতে গড়ে তোলা কলাবাগান আলী মোল্লার নেতৃত্বে ভাড়াটে লোকজন কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, রকিব উদ্দিন ও একই গ্রামের আলী মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে ওই জমি ও জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আদালতে একাধিক মামলা-মোকদ্দমাও চলছে। সম্প্রতি রকিব উদ্দিন তার জমির ওপর দিয়ে রাস্তা কেটে নেওয়ায় সেখানে কলাবাগান তৈরি করেন।রকিব উদ্দিন অভিযোগ করে বলেন, আলী মোল্লা আমার বাগানের সব কলাগাছ কেটে দিয়েছে। বিষয়টি দুমকি থানা পুলিশকে জানানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে আলী মোল্লা বলেন, রকিব উদ্দিন নিজেই বাগানের গাছ কেটে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ আসেনাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top