নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে প্রার্থী হিসেবে বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসনে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও-১ আসনে এবং স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম, ভোলা-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অ্যাডভোকেট ফজলুর রহমান ২০০৭ সালের দিকে বিএনপিতে যোগদান করেন এবং প্রায় আট বছর কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় তিনি কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে দুইবার নির্বাচনে অংশ নিয়ে রাষ্ট্রযন্ত্র ও প্রতিপক্ষ দলের নির্যাতনের শিকার হন।
এমনকি ওই আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সরকারের রোষানলে পড়ে ফজলুর রহমান রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হন এবং দীর্ঘদিন দেশান্তরে থাকতে বাধ্য হন।