৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপির মনোনয়ন না পাওয়া নেতাদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপির যেসব নেতারা মনোনয়ন পাননি, তারা যদি এনসিপিতে যোগ দিতে চান—দল তাদের স্বাগত জানাবে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপির প্রার্থী তালিকায় তরুণ নেতৃত্বকে বঞ্চিত করা হয়েছে। আমরা ছাত্রদল ও যুবদলের নেতাদের আমাদের দলে স্বাগত জানাই। তারা যদি এনসিপিতে যোগ দেন, আমরা তাদের নিয়েই আসন্ন নির্বাচনে প্রার্থী ঘোষণা করব।”

বিএনপির প্রার্থী তালিকা প্রসঙ্গে তিনি আরও বলেন, “বিএনপি আজ তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তারেক রহমান দেশে ফিরছেন, আমরা তাকে স্বাগত জানাই। আপসহীন নেত্রী খালেদা জিয়াকেও অভিনন্দন জানাই—তিনি তিনটি আসনে প্রার্থী হয়েছেন। আমরা জুলাই আন্দোলনের চেতনা অক্ষুণ্ন রেখে সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখব।”

তিনি বলেন, “বর্তমানে কিছু রাজনৈতিক শক্তি আসনের প্রলোভন দেখিয়ে ছোট দলগুলোকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এতে গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট হচ্ছে। বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করার জন্য একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। জোট থাকলেও দলীয় প্রতীকে নির্বাচন করা জরুরি। বড় দল যদি ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে, তাহলে জনগণ সেই প্রার্থীদের ভোট দেবে না।”

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “দলীয় মত নয়, বরং সবার অভিন্ন মতের ভিত্তিতে গণভোটে যাওয়া উচিত। জুলাই সনদের আইনি ভিত্তি ঘোষণা করার দায়িত্ব প্রধান উপদেষ্টারই। ছাত্র-জনতা আপনাকে বসিয়েছে—তাই আপনাকে দৃঢ় থাকতে হবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top