৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিগগিরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা ঘোষণা করবেন আমির শফিকুর রহমান

নিজস্ব প্রতিনিধি:

কিছুদিনের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী তাদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে বিদেশ সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বিএনপি প্রার্থী ঘোষণা করেছে, জামায়াত কবে করবে—এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা প্রায় এক বছর আগেই আঞ্চলিকভাবে প্রার্থীদের নাম জানিয়েছি। চূড়ান্ত তালিকাটি যথাসময়ে কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হবে। যেহেতু আমরা একা নির্বাচন করব না, আরও অনেককে সঙ্গে নেব, তাই দেশ ও জাতির স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত জানানো হবে।”

তিনি বলেন, “রাজনৈতিক মতভেদ গণতন্ত্রের সৌন্দর্য, তবে মতবিরোধ নয়। আলোচনার মাধ্যমে সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করতে আমরা প্রস্তুত।”

দলের আমির হিসেবে পুনরায় নির্বাচিত হওয়া প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, “আমি নিজে থেকে নির্বাচিত হইনি, সহকর্মীরা আমার ওপর দায়িত্ব অর্পণ করেছেন। এটি একটি বড় দায়িত্ব। দেশ ও দ্বীনের কল্যাণে যেন আমি এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, এজন্য সবার দোয়া চাই।”

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশনের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর দাবি জানান তিনি।

এর আগে ওমরাহ পালনের উদ্দেশ্যে গত ১৯ অক্টোবর সৌদি আরব যান ডা. শফিকুর রহমান। এরপর তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করেন। সফর শেষে মঙ্গলবার ভোরে দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে পৌঁছালে জামায়াতের নেতা-কর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top