৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উজিরপুরে নিজের পাতা ইদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের- কেহ বৈদ্যুতিক ফাঁদ পাতলে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করা হবে – উপজেলা নির্বাহী কর্মকর্তা

মাহফুজুর রহমান, উজিরপুর বরিশাল প্রতিবেদক:

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠি গ্রামের নিজের পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের। স্থানীয়, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, কৃষক মুজাফর মৃধা ওরফে মুজাই মৃধা (৭৫) ইঁদুরের হাত থেকে ক্ষেতের ধান রক্ষায় নিয়মিত ভাব বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন বাড়ির পাশের কৃষি জমিতে।
৩ নভেম্বর দুপুর ১২ টার সময় বিদ্যুতের লাইন বন্ধ না করে বিশেষ কাজে জমিতে যান ওই কৃষক তখন তিনি অসাবধানতা বসে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন।
মরদেহ উদ্ধার করে উজিরপুর মডেল থানা পুলিশ।

তিনি মুগাকাঠি গ্রামের কাশেম মৃধার পুত্র। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করা ব্যক্তি তার বাড়ির পাশে নিজের জমিতে ধানের বীজ যাতে ইঁদুর নষ্ট করতে না পারে সে জন্য ইঁদুর মারার জন্য বিদ্যুতের লাইন সংযোগ দিতে গিয়ে অসাবধানতা বশে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করবো, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর উজিরপুর অফিসের সহকারী ম্যানেজার মোঃ সেলিম শেখ জানান, ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতা অবৈধ ও শাস্তির যোগ্য অপরাধ।
এ বিষয়ে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি কৃষকরা কোনভাবেই পল্লী বিদ্যুতের নির্দেশনা মানছেন না।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা সংবাদ কর্মীদেরকে বলেন, যেখানেই বৈদ্যুতিক ফাঁদ পাতা হবে সেখানে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top