৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন আকতারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে মানববন্ধন করেছে। রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণের সামনে মাঝিঁরা বাইপাস রাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক নাজনীন আকতার তাদের দিয়ে রান্না করিয়ে নিজে খান, অশালীন আচরণ করেন, সামান্য বিষয়েও বকাঝকা করেন, এমনকি পিয়নের কাজ ও বাথরুম পরিষ্কার করানোর মতো কাজও তাদের দিয়ে করিয়ে নেন। শিক্ষার্থীদের দাবি, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এসময় স্থানীয় কয়েকজন অভিভাবকও মানববন্ধনে অংশ নেন। তারা অভিযোগ করেন, স্কুলে শিশুদের দিয়ে পিয়নের কাজ করানো অত্যন্ত অনৈতিক ও শিক্ষার পরিবেশের পরিপন্থী। দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। মানববন্ধন চলাকালে প্রধান শিক্ষক নাজনীন আকতার বিদ্যালয় ত্যাগ করেন। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেঞ্জুয়ারা বেগম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি শোনেন এবং আশ্বাস দেন যে অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top