৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিকেলে ক্রিকেট খেলায় মগ্ন তরুণরা: মোবাইল আসক্তি ও মাদকের ছোবল থেকে দূরে রাখছে খেলাধুলা

হাছান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

বর্তমান প্রজন্মের অনেক তরুণ বিকেলবেলা হাতে মোবাইল নিয়ে সময় কাটায়। ফেসবুক, টিকটক বা অনলাইন গেমে ডুবে থাকা এখন যেন নিত্যদিনের চিত্র। কিন্তু এর মাঝেও কিছু তরুণ বিকেলের সময় মাঠে নেমে ক্রিকেট খেলায় মেতে উঠে দেখাচ্ছে এক অনন্য দৃষ্টান্ত।

দীঘিনালার বিভিন্ন গ্রামে এখন দেখা যায় বিকেল নামলেই তরুণদের দল হাতে ব্যাট-বল নিয়ে ছুটে যায় মাঠে। দীঘিনালা উপজেলার বোয়ালখালী এলাকার যুবসমাজ খুব ক্রিকেটপ্রেমী তারা প্রতিদিন বিকেলে দল বেড়ে মাঠে যায় ক্রিকেট খেলতে। কেউ খেলে আনন্দের জন্য, কেউবা ফিটনেস ধরে রাখতে। সবচেয়ে বড় কথা, খেলাধুলার মাধ্যমে তারা নিজেদের মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখছে।

স্থানীয় অভিভাবকরাও এই উদ্যোগে খুশি। তাদের মতে, নিয়মিত খেলাধুলা শুধু শরীর নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। একজন খেলোয়াড়ের মধ্যে তৈরি হয় দলগত মনোভাব, শৃঙ্খলা ও দায়িত্ববোধ—যা জীবনের প্রতিটি ক্ষেত্রেই কাজে লাগে।

স্থানীয় তরুণ রহিম উদ্দিন বলেন, আগে বিকেলে বন্ধুরা সবাই মোবাইল নিয়ে বসে থাকত। এখন মাঠে নামি, ব্যাট-বলের শব্দে চারপাশ মুখর হয়ে ওঠে। মনটাও ভালো থাকে।”
অন্যদিকে স্থানীয় শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম বলেন, যুব সমাজকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই। বিকেলের সময়টা মাঠে ব্যয় করলে তারা মোবাইল আসক্তি ও মাদকের প্রলোভন থেকে দূরে থাকবে।”

এখন প্রয়োজন স্থানীয় প্রশাসন ও সমাজের সচেতন মানুষদের আরও উদ্যোগ—যাতে প্রতিটি গ্রামে খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ ও সুযোগ-সুবিধা তৈরি হয়। কারণ, মাঠে ব্যাট-বল ঘুরলে কেবল খেলা নয়, ঘুরে দাঁড়ায় একটি প্রজন্মও।

খেলাধুলা হোক যুব সমাজের প্রেরণা — মোবাইল নয়, ব্যাট-বলেই হোক বিকেলের সঙ্গী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top