৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের তিন আসনের বিএনপি নেতৃবৃন্দকে অভিনন্দন

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিন আসনের বিশিষ্ট নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিয়া,
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক কমিটির সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম,
এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ-এর প্রতি এই অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।

তাদের রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে দলের স্থানীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।

বিএনপি সূত্র জানায়, তিন নেতার দীর্ঘদিনের অবদান ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ দলীয়ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তারা ভবিষ্যতেও চাঁপাইনবাবগঞ্জসহ সমগ্র দেশের জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top