নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, এবার মোট ১৪৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ২২ দলের তদন্ত সম্পন্ন হয়েছে এবং সাতটি দল যোগ্যতা অর্জন করতে পারেনি। বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি সম্পর্কিত আদালতের রায় পাওয়ার পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আখতার আহমেদ আরও জানান, চূড়ান্ত পর্যালোচনার পর এই তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল (৫ নভেম্বর) পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যাতে দাবি-আপত্তি উত্থাপনের সুযোগ দেওয়া হবে। পরে সেসব নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন প্রদান করবে নির্বাচন কমিশন।