৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা সহকারী শিক্ষক নিয়োগ বাতিলের ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিনিধি:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষকের পদ বাতিলের কারণ ব্যাখ্যা করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে ২ হাজার ৫০০ ক্লাস্টারে সমসংখ্যক সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সচিব কমিটির সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্তটি থেকে সরে আসে। সচিব কমিটি মনে করে, প্রকল্পটির পরিকল্পনায় ত্রুটি রয়েছে এবং এত অল্প সংখ্যক শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষায় কার্যকর সুফল বয়ে আনবে না, বরং এতে বৈষম্য তৈরি হবে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রস্তাবিত ক্লাস্টারভিত্তিক নিয়োগ বাস্তবায়ন করা সম্ভব নয়। একজন শিক্ষককে একসঙ্গে ২০টিরও বেশি বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে হবে, যা কার্যত অসম্ভব বলে সচিব কমিটি অভিমত দিয়েছে।

সবশেষে বলা হয়, ভবিষ্যতে অর্থের সংস্থান সাপেক্ষে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য পৃথক শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

প্রাথমিক স্তরে এই দুই পদ সৃষ্টিকে কেন্দ্র করে ধর্মভিত্তিক কয়েকটি সংগঠনের আপত্তির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top