মোঃ জুবায়ের আহমেদ (টাঙ্গাইল) প্রতিনিধি:
গতকাল বিকেলে বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড থেকে ঘাটাইল আসনে এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির কে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়, যা নিয়ে আজাদ সমর্থকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।
টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদের সমর্থকরা আজ মঙ্গলবার দুপুরে বিক্ষোভ করেছেন। বিক্ষোভটি অনুষ্ঠিত হয় ঘাটাইল কলেজ মোড় চত্ত্বরে, যেখানে কিছু সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভকারীরা দলীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানান আরো এমন নানা স্লোগান দেন। দলের এই অবৈধ মনোনয়ন মানি না, বিক্ষোভে সমর্থকরা দলীয় উচ্চপর্যায়ের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান।
লুৎফর রহমান খান আজাদ আরো বলেন দলের সিদ্ধান্ত পরিবর্তন না হলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।